
গাইবান্ধা প্রতিনিধি
জেলার গরীব, অসহায় ও দু:স্থ মানুষের মাঝে গাইবান্ধা শহর ও জাতীয়তাবাদী তাঁতী দল সদর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।

এর আগে জাতীয়তাবাদী পৌর তাঁতী দলের আহবায়ক তৌহিদুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা তাঁতী দলের আহবায়ক আ.স.ম. সাজ্জাদ হোসেন পল্টন, সদর উপজেলা তাঁতী দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান খান, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণু কুমার দাস, মামুন মিয়া, আলম মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা তাঁতী দলের সদস্য সচিব ইউনুছ আলী আকন্দ।
শেষে গরীব, অসহায় ও দু:স্থ মানুষের মাঝে নেতৃবৃন্দরা খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।