গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা শহরের রেল স্টেশনের উত্তরে সরকারপাড়া এলাকায় রোববার রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪৪) এক নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী মারা যান। খবর পেয়ে সোমবার সকালে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বালাশীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আব্দুল গনি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই নারীর খন্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওই নারীর পরণে কালো রংয়ের বোরকা, লাল ওড়না ও হিজাব ছিল।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024