বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. brand
  2. ilpedante.org
  3. italiandocscreenings.it
  4. login
  5. Uncategorized
  6. আইন আদালত
  7. আন্তর্জাতিক
  8. ইতিহাস ও ঐতিহ্য
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. নির্বাচনী সংবাদ
  14. ফিচার
  15. বিনোদন

গাইবান্ধায় তৃতীয় দিনের মতো রাস্তায় ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থী-স্বেচ্ছাসেবী

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ৮, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ

মনিরুজ্জামান খান গাইবান্ধা-

গাইবান্ধায় সড়কে নেই কোনো ট্রাফিক পুলিশ। এই অবস্থায় টানা তিনদিন ধরেই রাস্তায় সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন আনসার,ফায়ার সার্ভিস কর্মকর্তা, শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) গাইবান্ধা গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন।

গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়, ১নং রেলগেট, ডিবি রোড, পার্কের মোড়, পুরাতন বাজার , সাদুল্লাপুর রোড,বাসস্ট্যান্ডসহ,জেলার ৭ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, সড়ক ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়,গাইবান্ধায় আনছার বাহিনীর সাথে সাধারণ শিক্ষার্থী, অভার স্কাউট দল, ব্লাড ইয়ুথ অর্গানাইজেশন,রেড ক্রিসেন্ট সোসাইটি ফায়ার সার্ভিসের কর্মকর্তা, ও অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন।

ব্লাড ইয়ুথ অর্গানাইজেশনের জামিল ও অয়ন বলেন সাধারণ মানুষ ঘুষ হয়রানির পরিত্রাণ পেতে ট্রাফিক নুতন রুপে ফিরে আসুক, সেই সাথে তারা মানুষের সাথে সুন্দর ভাবে কথা বলুক । সাধারণ শিক্ষার্থী মেজবাহুল হক বলেন ট্রাফিক আইন মেনে চলুন দিক নির্দেশনা দিচ্ছেন।

 অভার স্কাউট দলের ফুয়াদ মন্ডল সরকারী কলেজ, ও জীবন পড়েন গাইবান্ধা সরকারী টেকনিক্যাল কলেজে তাদের দুজনকেই দেখা যায় রাস্তায় সিগন্যালের পাশাপাশি তারা গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থান থামার নির্দেশনা দিচ্ছেন। নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়িচালকদের বাধ্য করছেন। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম-শৃঙ্খলা শেখাচ্ছেন।

গাইবান্ধা ১ নং রেলগটও পার্কের মোড়ে রয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটি ও শিক্ষার্থীসহ ১০ জন সেখানে বিএনসিসি ক্যাডেটের ফুয়াদ মন্ডল বলেন, ট্রাফিক পুলিশের কাজ আসলেই কষ্টের। নুতন রুপে ফিরে আসুক আর তারা একটু সহানুভূতি দেখাক এটাই আমরা চাই,

রেড ক্রিসেন্ট সোসাইটির ইভা বগুড়া আজিজুল হক কলেজে পড়ে ও নুর নাহার বলেন, তারা যে কাজটা করে আমরা তা করতে পারবোনা রোদ বৃষ্টি ঝড়ে ডিউটি করে। তারপরও আমরা রাস্তায় যেন শৃঙ্খলা ফিরে আসে এই চেষ্টা করছি,

ফরহাদ আকন্দ বলেন ট্রাফিক পুলিশের কাজ অনেক কষ্টের,দেশের জন্য কাজ করছি আমরা পুলিশের ভুমিকায়, তারা দ্রুত মাঠে ফিরে আসুক।

গাইবান্ধা সরকারি কলেজ

বিএনসিসি ক্যাডেট,রাব্বি ও সাদমান তারা জানান আমরা আনন্দ সহকারে কাজ করছি।একই সাথে সাধারণ শিক্ষার্থী

সাদিয়াও জেসমিন মহিলা কলেজে পড়ে তারাও ট্রাফিকের ভূমিকায় দেখা যায়,

 রেড ক্রিসেন্ট কাজ করা বেশ ক’জন শিক্ষার্থীর সাথে কথা হয় তারা বলেন এর আগেও ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতা এখন কাজে লাগছে। মানুষ কিছুটা বিরক্তবোধ করছে। কিন্তু আমরা চাই সর্বোচ্চ শৃঙ্খলা আসুক। মানুষ কিছুটা শিখে গেলে পরে এই ধারা বজায় থাকবে।

গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী সাগর ও রাকিব বলেন, যতদিন না ট্রাফিক পুলিশ আসে আমরা রাস্তায় থাকবো। সিগন্যালের পাশাপাশি গাড়িগুলো যেন লাইন ধরে চলে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের কষ্ট হচ্ছে, ভালো লাগছে মানুষকে সচেতন করা যাচ্ছে। অভিজ্ঞতাও হচ্ছে।

শিক্ষার্থীদের এই ভূমিকায় খুশি পথচারী ও গণপরিবহনের চালকরা। তারা জানান, পুলিশ নেই কিন্ত সড়কে বিশৃঙ্খলা নেই। শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে। খুব বেশি যানজট তৈরি হচ্ছে না।

গাইবান্ধা- ঢাকা একটি কোচ পরিবহনের এক চালক জানান, শিক্ষার্থীরা নিয়ম করেই সিগন্যাল দিচ্ছেন। কোনো ভোগান্তি নেই।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

আরাফাত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Лото Клуб Закачать Адденда в видах Забавы в Лотерею Loto Club

Лото Клуб Закачать Адденда в видах Забавы в Лотерею Loto Club

মাদারীপুরের বৃদ্ধ ব্যবসায়ীকে কেন্দ্রীয় আ.লীগের সদস্য বানিয়ে যাত্রাবাড়ী থানায় মামলা

পলাশবাড়ীতে ৪ তলা ভবন নির্মান কাজে ব্যাপক অনিয়ম!

গাইবান্ধায় শীতার্ত মানুষের মধ্যে সেনাবাহিনীর কম্বল বিতরণ

Au top Casino un peu: Bouquin 2025 en compagnie de Compétiteurs Habitants de l’hexagone

Au top Casino un peu: Bouquin 2025 en compagnie de Compétiteurs Habitants de l’hexagone

ডিজিটাল সেন্টারের ২৮টি মোবাইল ট্যাব চুরি করে অনলাইনে বিক্রি: আনসার সদস্য গ্রেপ্তার

হাতিয়ার স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের দাবীতে জেলা শহর মাইজদীতে মনবন্ধন অনুষ্ঠিত

যমুনা নদী থেকে এক যুগধরে শত কোটি কোটি বালু বানিজ্যে  ̈দুই ভাই সুইট-সুজা

গাইবান্ধার ৭৫নং রেলগেট এলাকায় বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত