
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এস আই তাহসিন এর নেতৃত্বে একটি টিম ১৭/০৯/২০২৫ ইং, দুপুর ০২.৩০ ঘটিকায় শহরের মায়ামনি মোড়ে ডাচ বাংলা ব্যাংকের সামনে একটি নীল রঙের Apache RTR 150cc গাড়ী সন্দেহ হলে তল্লাশি করা হয়।

এ সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজাবাহী ওই গাড়ির সিট এর নিচে এবং ট্যাংকিতে বিশেষ কায়দায় পরিবহন করার সময় ৫.১ কেজি গাঁজা সহ এক মাদক কারবারি কে আটক করে। আটককৃত করুনা রায়ের বাড়ী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কুরুসা ফেরুসা গ্রামে। সে মৃত চন্দ্র কান্ত রায়ের ছেলে বলে জানা গেছে।
এতে উদ্ধারকৃত গাড়ি এবং গাঁজা জব্দ করা হয়।
উক্ত আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেছেন।