মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. 22bet official website
  2. albaniadrops
  3. azer1xbet
  4. barbarafrigeriogallery.it
  5. bauhutte-g.com – 카지노사이트
  6. brand
  7. czdrops25monobrands
  8. ilpedante.org
  9. italiandocscreenings.it
  10. login
  11. Uncategorized
  12. আইন আদালত
  13. আন্তর্জাতিক
  14. ইতিহাস ও ঐতিহ্য
  15. কৃষি

জকসু নির্বাচন ও বিশেষ বৃত্তি দাবিতে জবি শিবিরের কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১২:২৫ পূর্বাহ্ণ

নুঝাত জাহান , জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি প্রদানের দাবিতে লাগাতার কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে এ কর্মসূচি কার্যকর হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. রিয়াজুল ইসলাম এ ঘোষণা দেন।

তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভোটার তালিকা হালনাগাদ ও জকসু নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে। একইসঙ্গে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বৃত্তির আবেদন গ্রহণ এবং নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে বিশেষ বৃত্তি পৌঁছে দিতে হবে।

রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, “যমুনায় আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এতদিনেও একটি টাকাও বিতরণ করা হয়নি। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নির্বাচিত প্রতিনিধি থাকা অপরিহার্য। এজন্য জকসু নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিতে একজন শিক্ষক ও একজন আইন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছে সংগঠনটি।

প্রথম পর্যায়ে দেয়াল লিখন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক ও মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান শিবির সভাপতি। তবে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সেক্রেটারিয়েট বডির ইব্রাহিম খলিল, মো. জাহেদ ও মোস্তাফিজ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন আদালত