পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির পবিপ্রবি শাখা কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ ( বৃহস্পতিবার)ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মুখে প্রায় শতাধিক লোকের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ৷ এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পবিপ্রবি শাখার সভাপতি জান্নাতীন নাঈম জীবনসহ শিবিরের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ বলেন, " ছাত্রশিবিরের আজকে যে আয়োজন করছে এটা প্রশংসার দাবিদার। এখানে যারা আছি আমরা সকলে একটা পরিবারের মতো। পরিবারে আমরা সকলে মিলে একসাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য মূলত এই ক্ষুদ্র আয়োজন আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে ছাত্র শিবির বড় পরিসরে সকলের মাঝে এই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারে ।
ছাত্রশিবিরের সভাপতি জান্নাতীন নাঈম জীবন বলেন, " ছাত্রশিবির সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকে, ছাত্রদের পাশে থাকে, ছাত্রদের অধিকার আদায়ের পাশে থাকে, যেহেতু ছাত্রশিবির মূলত ছাত্রদের মাঝে থাকে আর এই ছাত্রদের সবচাইতে বেশি সেবা করে থাকে যে কর্মচারী। সেই কর্মচারীদের নিয়ে ঈদ আনন্দ উপভোগ করার জন্য আজকে এই আয়োজন আমরা আশা রাখি আগামী দিনে আরও বেশি এরকম আয়োজন করতে পারব। "
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024