পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দেশের ১৫ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আংশগ্রহনে সিএসই ক্লাবের আয়োজনে দুই দিন ব্যাপি আইটি কার্নিভাল ২০২৪।
কম্পিউটার বিজ্ঞান অনুষদের সিনিয়র শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন
অধ্যাপক ড. মোঃ বেল্লাল হোসেন, বিডিএপ্পস এর জোনাল অপারেশনাল লিড মোঃ আশিকুর রহমান আশিক আরো উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
আইটি কার্নিভাল দেশের ১৫ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রোগ্রাম কনটেস্ট, হ্যাকাথোন , বিডি এপ্পস মোবাইল চ্যালেঞ্জে আংশগ্রহন করেন। এছাড়াও লুডু, দাবা সহ ৪ টা খেলায় শিক্ষার্থীরা আংশগ্রহন করেন।
জুলাই- আগষ্টের ছাত্রজনতার বিপ্লবে আইটি বিশেষজ্ঞদের ভূমিকা স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, "মেধাকে বিকশিত করতে এমন আয়োজনের বিকল্প নাই৷ মেধা ও জ্ঞান দিয়ে মানবতার ও দেশের জন্য কাজ করতে হবে। আইটি বিশেষজ্ঞ এই শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বুকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। "
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024