মোঃমোমিনুল ইসলাম দিনাজপুর স্টাফ রিপোর্ট
মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল ১২টায় দিনাজপুর জেলা যুব ফোরাম এর উদ্যোগ এ "বিশ্ব প্রতিবন্ধী দিবস ২০২৪" পালিত হয়।
পূর্ব শিবরামপুর কমিউনিটি ক্লিনিক এ স্থানীয় প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে এ দিবস পালিত হয়। এসময় প্রতিবন্ধী ব্যক্তিদের না না সমস্যা ও প্রতিবন্ধকতা সম্পকর্কে আলোচনা করা হয় ও এসব সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করা হয় এবং তাদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক দিনাজপুর জেলা যুব ফোরাম এর সাধারণ সম্পাদক জিলহজ্জ সরকার: বলেন এ দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে,প্রতিবন্ধী ব্যাক্তিরাও সমাজের পূর্নাঙ্গ সদস্য তাদেরও সমান অধিকার পাওয়ার অধিকার আছে।প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন প্রতিকূলতা সত্তেও তাদের অসম্ভব সক্ষমতা দিয়ে সমাজে আবদান রাখতেছে।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর জেলা যুব ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ইসলাম সহ উক্ত কমিউনিটি ক্লিনিক এর স্বাস্থ্য সহকারী স্বপন কুমার রায়,পার্বতীপুর উপজেলা যুব ফোরাম এর সভাপতি ইরফান খান,রক্তবন্ধু যুব ফোরাম এর সভাপতি সিয়াম ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ দিনাজপুর জেলা যুব ফোরাম এর ইমরান ইসলাম, লাবনী দেবনাথ,ইয়াসা,শাওন,আশিক,ইলাইহিম,মুরাদ,জাকারিয়া, সিয়াম রাব্বি প্রমূখ।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024