গাইবান্ধা প্রতিনিধি
"বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্প" বাস্তবায়ন শীর্ষক এক কর্মশালা ও আলোচনা সভা বুধবার বিকাল ৫টায় প্রশিকা গাইবান্ধা জোন অফিসে অনুষ্ঠিত হয়। পিকেএসএফর আর্থিক সহায়তায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র গাইবান্ধা জোন এই কর্মশালার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ এর এজিএম (কার্যক্রম) ও উপ-প্রকল্প সমন্বয়কারী মোঃ রোকনুজ্জামান। সভায় অংশগ্রহন করেন গাইবান্ধা জোনের সকল কর্মী ও ব্যবস্থাপকরা।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপক মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক রিজুওয়ানুস শামীম রাজীব, স্যানিটেশন এন্ড কনস্ট্রাকশন ও ওয়াটার সাপ্লাইর উপ-পরিচালক ও বিভাগ প্রধান মোঃ মোস্তাক-উল আলম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন।
বক্তারা বলেন, তিনদিন যাবৎ প্রশিকা গাইবান্ধা জোনের বিভিন্ন শাখা অফিসের স্যানিটেশন ও ওয়াটার ঋণ কার্যক্রম এবং সেইসাথে অফিসিয়াল ডকুমেন্টস দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য সকল কর্মী ব্যবস্থাপকদের বিভিন্ন রকম দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রদান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের 108টি শাখায় পিকেএসএফ এর বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024