আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং-রাজ ৪১৫ এর উদ্যোগে মৃত শ্রমিক সদস্যের পরিবারের মাঝে আর্থিক সহায়তা করা হয়েছে। ৬ নভেম্বর বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া সংগঠনের কার্যালয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা উপস্থিত থেকে সংগঠনটির মৃত শ্রমিক সদস্যদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।
সংগঠনের সভাপতি আবু নাঈম এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন পরিবহণ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পরিবহণ ব্যবসায়ি নাজমুল ইসলাম প্রধান টুকু, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক শাহিন মিয়া,সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক ইকবল হোসেনসহ অন্যরা। এ অনুষ্ঠানে সংগঠনের মৃত ৫০ জন শ্রমিক সদস্যের পরিবারের মাঝে নগদ ৫ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024