
জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে ঈদ-উল আযহা উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ঈদ সামগ্রী বিতরণ ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
০৫ জুন ২০২৫ বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলার গাইবান্ধা শিশু পার্কে সুবিধা বঞ্চিত প্রায় ২০ জন শিশু মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় ও ৩০ শিশু হাতে মেহেদী লাগানো উৎসবে অংশগ্রহণ করে।

এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির মেয়ে সদস্যরা এসময় এসব শিশুর হাতে বিভিন্ন আল্পনা এঁকে মেহেদী পরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ সভাপতি জান্নাতি সুরাইয়া আফরিন,সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক রাফিআমিন,শিশু সাংবাদিক মুবতাসিম ফুহায় নাইফ, সাধারণ সদস্য তাইবা রহমান,সাজিদ, জেলা ইয়ুথ মেন্টর আসফিকুর রহমান আসিফ আর জেলা ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্য তুবা রহমান প্রমুখ।
হাতে মেহেদী পরে ও ঈদ সামগ্রী পেয়ে শিশুরা অনেক খুশী হন এবং উচ্ছ্বাস প্রকাশ করে ।