শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. 22bet official website
  2. albaniadrops
  3. azer1xbet
  4. barbarafrigeriogallery.it
  5. bauhutte-g.com – 카지노사이트
  6. brand
  7. czdrops25monobrands
  8. ilpedante.org
  9. italiandocscreenings.it
  10. login
  11. Uncategorized
  12. আইন আদালত
  13. আন্তর্জাতিক
  14. ইতিহাস ও ঐতিহ্য
  15. কৃষি

স্কুল ও খেলার মাঠ দখলের প্রতিবাদে আদিবাসী সাঁওতালদের সমাবেশ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখলের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ‘আদিবাসী’ সাঁওতালরা। ভূমিদস্যুরা আদিবাসী সাঁওতাল শিশুদের বিদ্যালয় ভাঙচুর ও ছাত্র-ছাত্রীদের নির্যাতন করে স্কুলে যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে। তারা স্কুল ও খেলার মাঠ দখলের পাঁয়তারা করছে। এর প্রতিবাদে শনিবার জয়পুরপাড়া (বাগদাফার্মে) অভিভাবক ও শিক্ষার্থীরা সমাবেশ করে।

বক্তারা বলেন, আতাউর রহমান সাবুর নেতৃত্বে ভূমিদস্যুরা আদিবাসী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসায় বাধা প্রদান করছে। ফলে শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি সন্ত্রাসীরা মাঠে শিশুদেও খেলতেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তারা স্কুলের আসবাবপত্র নষ্ট করে অভিভাবকদের হুমকিও দিচ্ছে।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গৌর পাহাড়ী, আদ্রিযাস মুরমু, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, আব্দুল আজিজ, শারমিন মারডি, হায়দার আলী, ব্রিটিশ সরেন প্রমুখ।

বক্তারা ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও আদিবাসী শিশুদের স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত করার জোর দাবি জানান।

সর্বশেষ - আইন আদালত