বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. 22bet official website
  2. azer1xbet
  3. barbarafrigeriogallery.it
  4. brand
  5. ilpedante.org
  6. italiandocscreenings.it
  7. login
  8. Uncategorized
  9. আইন আদালত
  10. আন্তর্জাতিক
  11. ইতিহাস ও ঐতিহ্য
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. জাতীয়
  15. তথ্য ও প্রযুক্তি

গোবিন্দগঞ্জে ইউনিয়ন যুবদলের আহবায়কের হাতে ওয়ার্ড বিএনপির সভাপতিকে লাঞ্ছিতের অভিযোগ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ১৫, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ

গোবিন্দগঞ্জ সংবাদদাতা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিয়ন যুবদলের আহবায়কের হাতে ওয়ার্ড বিএনপির সভাপতিকে লাঞ্ছিত করার পাশাপাশি হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল জামালপুর বাজারে। এ ঘটনায় ভুক্তভোগী ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুল হামিদ বাদী হয়ে ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমানকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছে।

জানা যায়, গত সোমবার (৫ মে, ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী বাজারে আসার পর অভিযুক্ত ব্যক্তি জানান যে, তোমাকে বাজারের মধ্য সাধারণ মানুষজন গালি-গালাজ করছে। বিষয়টির সত্যতা জানার জন্য অভিযুক্তকে সাথে নিয়ে বাজারে যাওয়ার কথা বললে সে রাজি হয় না। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে এলোপাথারি কিল-ঘুষিতে আহত করে। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ঘটনাটি মিমাংসার চেষ্টা করেন। কিন্তু তা না মেনে অভিযুক্ত ব্যক্তি নানাভাবে ভুক্তভোগীকে ভয়-ভীতি প্রদর্শনসহ নানা হুমকি অব্যাহত রেখেছে।

ভুক্তভোগী জানান, অভিযুক্ত ব্যক্তি সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দলীয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

বিষয়টিতে অভিযুক্ত ব্যক্তির সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন আদালত