
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে মনোনয়ন প্রদান করায়, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও দোয়ার আয়োজন করেছে চাটখিল উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনে ব্যারিস্টার এ এম মাহমুদদিন খোকন বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় সন্ধ্যায় উপজেলার দশঘরিয়া বাজারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা ভূঁইয়ার নেতৃত্বে আনন্দ মিছিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আনন্দ মিছিল ও দোয়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইউনুছ মিয়া, ইউনিয়ন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফয়েজ শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল বাশার বাবুল শেখ, ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসমিন আরাফাত মিলন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও চাটখিল উপজেলা চাটখিল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৌর শহরে, মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার, শাহাপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিটে আনন্দ মিছিল ও দোয়ার আয়োজন করেছে।
ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে থাকার আহ্বান জানান। কেউ যেন মিষ্টি বিতরণ না
করে সে ব্যাপারে শর্তক করা হয়েছে।
এদিকে নোয়াখালী-১ আসনে মনোনয়ন পাওয়ায় চাটখিল সোনাইমুড়ী দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ, উল্লাস ও দোয়ার আয়োজন করতে দেখা যায়। এই খবর কে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ছবি সংবলিত সন্তোষ প্রকাশের খবর টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অসংখ্য নেতাকর্মী স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করে মতামত প্রকাশ করেন ফেসবুকে।
উল্লেখ্য, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের ২০০৮ এর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও সাবেক ৭বার সাধারণ সম্পাদক নির্বাচিত।


















