বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. 22bet official website
  2. albaniadrops
  3. azer1xbet
  4. barbarafrigeriogallery.it
  5. bauhutte-g.com – 카지노사이트
  6. brand
  7. czdrops25monobrands
  8. ilpedante.org
  9. italiandocscreenings.it
  10. login
  11. Uncategorized
  12. আইন আদালত
  13. আন্তর্জাতিক
  14. ইতিহাস ও ঐতিহ্য
  15. কৃষি

জকসু সহ ৩ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অনশন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ

নুঝাত জাহান, জবি প্রতিনিধি:-

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) সহ তিন দফা দাবিতে অনশনে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনশন কর্মসূচিতে বসেন তারা।

তিন দফা দাবিগুলো হলো:

১।শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করতে হবে।

২। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

৩। ক্যাফেটেরিয়ায় ভুর্তকি প্রদান এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা ও কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শীতাতপ নিয়ন্ত্রন নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদ,বজবি শাখার সভাপতি একেএম রাকিব বলেন, ‘আমরা এতদিন অবস্থানসহ বেশ কিছু কর্মসূচি করেছি তাতে প্রশাসন কর্ণপাত করেনি। তাই অনশন দিতে বাধ‍্য হয়েছি—এছাড়া আমাদের উপায় ছিলো না। এই নখদন্তহীন প্রশাসন হয়তো আমাদের দাবি মেনে নিবে নয়তো তাদের নিজেদের রাস্তা মাপতে হবে।’

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস), জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘আমরা জীবন দিতে প্রস্তুত, সিদ্ধান্ত এখন প্রশাসনের হাতে। আমাদের সঙ্গে সম্পূরক বৃত্তি নিয়ে যে নাটক শুরু করা হয়েছে, সেটির দ্রুত সমাপ্তি চাই। জকসু হলো ১৮ হাজার শিক্ষার্থীর অধিকার, কিন্তু প্রশাসনের সদইচ্ছার অভাবে সেটি অনুষ্ঠিত হচ্ছে না। প্রশাসনকে দ্রুত তফসিল ঘোষণার আহ্বান জানাচ্ছি। ক্যাফেটেরিয়ায় ভর্তুকি ও লাইব্রেরির আধুনিকায়নের দাবি আমরা বহুদিন ধরে জানিয়ে আসছি, কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি।’

 

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত