শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. 22bet official website
  2. albaniadrops
  3. azer1xbet
  4. barbarafrigeriogallery.it
  5. bauhutte-g.com – 카지노사이트
  6. brand
  7. czdrops25monobrands
  8. ilpedante.org
  9. italiandocscreenings.it
  10. login
  11. Uncategorized
  12. আইন আদালত
  13. আন্তর্জাতিক
  14. ইতিহাস ও ঐতিহ্য
  15. কৃষি

ছাত্রদল নেতা সুমন সর্দারের নেতৃত্ব অবৈধ দোকান উচ্ছেদ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
ছাত্রদল নেতা সুমন সর্দারের নেতৃত্ব অবৈধ দোকান উচ্ছেদ

নুঝাত জাহান, জবি প্রতিনিধিঃ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ করেছিল ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে পুনরায় এসব জায়গায় অবৈধ দোকান বসিয়ে যানজট ও মানুষের চলাচল বিঘ্নিত করা হচ্ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সুমন সর্দারের নেতৃত্বে সেসব দোকান উচ্ছেদ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্ক এর আশেপাশে বসা এসব অবৈধ দোকান উচ্ছেদ করে দেন তারা।

 

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমতির উদ্যোগে এই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদনের প্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই এলাকা থেকে অবৈধ বাসস্ট্যান্ড ও অবৈধ দোকানপাট উচ্ছেদ করে। যা দীর্ঘদিন থেকেই এসব শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে আসছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা যেমন বিঘ্নিত করছিল, তেমনই এসব অবৈধ দোকানপাট ও বাসস্ট্যান্ড থেকে চাদাবাজি ছাড়াও যানজটের সৃষ্টি হচ্ছিল।

 

তবে বিকেল হলেই এসব অবৈধ দোকানপাট পুনরায় বসানো হচ্ছিল। যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষদের নিরাপত্তা পুনরায় বিঘ্নিত হচ্ছিল। এর প্রেক্ষিতে ছাত্রদল নেতা সুমন সর্দারের নেতৃত্বে এসব অবৈধ দোকান পুনরায় সরিয়ে নেওয়ার জন্য দোকানদারদের সাথে কথা বলেন ছাত্রদলেএ নেতাকর্মীরা। পরে বেশকিছু অবৈধ দোকান সরিয়েও দেওয়া হয়।

 

এবিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন সর্দার বলেন,

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব পরিবেশ রক্ষায় এবং ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য রক্ষায় আমাদের সকলের সচেষ্ট থাকা প্রয়োজন। এ ধরনের স্থাপনা পার্কের সৌন্দর্য তো নষ্ট করেই পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের ও বিগ্ন ঘটায়।

 

তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সক্রিয় ভূমিকা রাখবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাডাম জিয়ার নিজের হাতে গড়া শিক্ষাঙ্গন। সুতরাং সেখানে ছাত্রদলের একটা দায়বদ্ধতা আছেই।

 

আরো উপস্থিত ছিলেন, মাসুদুল ইসলাম,কাওসার হোসাইন,আবু রায়হান,ইয়াসির আরাফাত,আরিফুল ইসলাম আরিফ,মনির হোসেন,রায়হান হোসেন অপু,আবু তাহের,রবিন মিয়া শাওন,আব্দুল্লাহ আল মামুন,

আহবায়ক সদস্য

নাইমুর রহমান দুর্জয়,রেদুওয়ান রুবায়েত,মাসফিকুল ইসলাম রাইন,মনিরুজ্জামান মনির,মিঠু আলী,টিংকু,সৌরভ,মালেক,শাহারুল সহ অনেকে।

সর্বশেষ - আইন আদালত