
গাইবান্ধা প্রতিনিধি
‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষে গণ আন্দোলন গড়ে তুলুন’ এই শ্লোগানে শনিবার দুপুরে খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতেই কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন, দারসে কোরআন পেশ করা হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের জোন পরিচালক মো. সিরাজুল ইসলাম মাস্টার ও বিশেষ অতিথি ছিলেন সংগঠনের রংপুর মহানগরের সভাপতি মো. তৌহিদুর রহমান রাজু।
সংগঠনের জেলা সভাপতি একেএম গোলাম আযমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোহতামিম হযরত মাও: আনোয়ার হোসাইন, হাফেজ মাও: মুফতি হারুন অর রশিদ, মুফতি আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. জহুরুল হক, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আবু সাঈদ খুদরী, মো. মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল।
