
গাইবান্ধা প্রতিনিধি
‘সাহিত্য জীবনের কথা বলে’ এই শিরোনামে প্রতিবিম্ব সাহিত্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শনিবার বিকেলে স্থানীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কবি অ্যাড. কাসেম ইয়াসবীর। সাহিত্য আসরে শতাধিক কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, শিক্ষক মমতাজ রেখা, নাসরিন সুলতানা, অঞ্জলী রাণী দেবী প্রমুখ। বক্তারা বলেন, সাহিত্য হচ্ছে জ্ঞানের ভান্ডার, সাহিত্য মনের বিকাশ ঘটায়। তাই সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য গুরুত্বারোপ করেন। সভায় কবি ও সাহিত্যিকরা বিভিন্ন ধরণের স্বরচিত কবিতা পাঠ করেন।
