
আহসান হাবীব নাহিদ, স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৬শে অক্টোবর বিকেলে

জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে ২০০৬ সালে ২৮শে অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার আঘাতে ঢাকায় ৬ জন সহ সারাদেশে ২৬জন জামায়াত শিবির নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ এরশাদুল হক ইমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকার।
সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারী সিরাজুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি ও সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম (লেবু) গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ ওমর সানী আকন্দ সহ সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।
এসময় বক্তারা ২০০৬ সালে ২৮শে অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার আঘাতে ঢাকায় ৬ জন সহ সারাদেশে ২৬জন জামায়াত শিবির নেতাকর্মীকে পিটিয়ে হত্যার দায়ে শেখ হাসিনাসহ সকল খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সাদুল্লাপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।