
আহসান হাবীব নাহিদ,স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয়তাবাদী যুব দলের গৌরব ও সংগ্রামের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাদার অফ ডেমোক্রেসি বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও ডায়বেটিস পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২৭শে অক্টোবর রবিবার দুপুর ১২টায় সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক মোঃ মাহিদুল ইসলাম (মিঠু) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
সাদুল্লাপুর উপজেলা জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব মোঃ রেজোয়ান হোসেন (সুজনের) সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জাতীয়তাবাদী যুব দলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদ দল বিএনপি’র সাদুল্লাপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব মোঃ আব্দুস সামাল মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক মোঃ মাসুদ কবির (রানা) যুগ্ম-আহবায়ক মোঃ মাসুদ আকন্দ, যুগ্ম-আহবায়ক রবিউল ইসলাম, যুগ্ম-আহবায়ক মোঃ মানিক খন্দকার, যুগ্ম-আহবায়ক মোঃ শাহিন আল পারভেজ, যুগ্ম-আহবায়ক শাহ্ ইমরান হোসেন, যুগ্ম-আহবায়ক মোঃ একরামুল হক প্রমূখ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।