গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা (উত্তরপাড়া) গ্রামের দু গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু বিধু চন্দ্র বর্মনের বাড়িতে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর লুটপাট ও শ্লীলতাহানীর ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে । এঘটনায় গোবিন্দগঞ্জ থানায় ১২ জনকে নামীয় আসামি করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন।
গত (২৩ অক্টোবর) বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটার সময় শিশির গ্রুপ ও আহসান গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু দলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনা নিষেধ করায়,সেই ঘটনার জের ধরে শিশির গ্রুপ পরের দিন (২৪ অক্টোবর) বৃহস্পতিবার সকালে পরিকল্পিতভাবে বিধু চন্দ্র বর্মনের বাড়িতে সংঘবদ্ধভাবে ২০/২২ সদস্যের একদল দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা বিধু চন্দ্র মন্ডলের বসত ঘরের দরজা ভেঙ্গে লুটপাট চালায়। হামলাকারীরা নগদ অর্থ,স্বর্ণালংকারসহ প্রায় সাত লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। একইসাথে তার স্ত্রী জয়ন্তী রানীকে শ্লীলতাহানীর ঘটনা ঘটায় বলে এজাহার উল্লেখ করে।
এ ব্যাপারে মৃত্যু জগেন্দ্র চন্দ্র মন্ডলের ছেলে বিধু চন্দ্র মন্ডল বাদী হয়ে একই এলাকার ১।মোস্তা ইসলাম (৪০), ২।আংগুর মিয়া (৪০),৩। শিশির ইসলাম (১৯), ৪। ডলু মিয়া(৩২), ৫। মিতু মিয়া (৩৫),৬। সাজু মিয়া(৩৫), ৭। সাদেকুল(৩০),৮। সাদ্দাম (২৮),৯। কছির উদ্দিন (৩৬), ১০। আব্দুর রউফ মিয়া (৩৩),১১। মারুফ মিয়া (৩০),১২।মাহাবুর রহমান (৩০) সহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।যার মামলা নম্বর ৩৪, তারিখ ২৪/১০/২০২৪ ইং।
এ বিষয়ে শিশির গ্রুপের লোকজন বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নাই।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, আমি সংবাদ পাওয়া মাএ ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্হিতি শান্ত। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।