
গাইবান্ধার গোবিন্দগঞ্জের গুমানিগঞ্জ ইউনিয়নে ফুলপুকুরিয়া বাজার সংলগ্ন গতরাত আনুমানিক ৯ ঘটিকার সময় এঘটনা ঘটে বলে থানার অভিযোগ সুত্রে জানা যায়। অভিযোগ উল্লেখ করা হয় চককোচমুড়ী গ্রামের রাজু মিয়া(৪৭) ছেলে মুরগী ব্যবসায়ী রিফাত ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীর দিকে আসছিল। হঠাৎ অভিযুক্ত আসামী তিতাস মন্ডল(৪৫) সহ অজ্ঞাত আরো ৪/৫ জন পথরোধ করে মারপিট শুরু করে। তার ডাক চিৎকারে এলাকার লোকজন এগীয়ে এলে সুকৌশলে তার পকেটে থাকা চল্লিশ হাজার টাকা বেড় করে নেয়। এসময় হাতে থাকা বিদেশি পাঁচ হাজার টাকা দামের হাতঘড়ি ছিনিয়ে নেয় এবং মারপিটের সময় হাতে থাকা ত্রিশ হাজার টাকা মুল্যের একটি মোবাইল মারপিটের সময় ভেঙ্গে ফেলে। এলাকাবাসী এগিয়ে এলে তাকে রাস্তায় ফেলেরেখে পালিয়ে যায় তারা। এবিষয়ে অভিযোগকারী রাজু মিয়া বলেন,আমি প্রবাসে থাকা কালিন সময়ে আমি পাকা বাড়ি নির্মান করি বাড়ী নির্মানের সময় ঐ ব্যাক্তি আমার স্ত্রী নিকট পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবী করে চাঁদা না দিলে বাড়ী নির্মান করতে দিবেনা হুমকি দেয়। এই চাহিদা উপেক্ষা করে বাড়ী নির্মান করায় বিভিন্ন সময় ভয়ভীতি, হুমকি প্রদর্শন করেন। ৫ আগষ্ট বিপ্লবের পরে বিএনপির নেতা পরিচয়ে গতরাতে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য মারধর করে। আমাদের কথামত না চললে দলীয় মামলা দিয়ে হয়রানি করবো মর্মে হুমকি দেয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি বুলবুল আহমেদ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
