
মুনতাসিম সরকার সৌরভ,বেরোবি প্রতিনিধি:
বেরোবির বঙ্গবন্ধু হলে অবৈধ শিক্ষার্থী অপসারণে প্রভোস্ট বডির অভিযান চালান। রাত ৮টায় শুরু হওয়া এ অভিযানে প্রতিটি রুমে গিয়ে অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়তে সময় বেধে দেন প্রভোস্ট বডি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর বঙ্গবন্ধু হলের কতটি আসন ফাকা রয়েছে এবং কতজন অবৈধ আসনে সিট দখল করে আছে তা খুঁজে বের করে, অনাবাসিক শিক্ষার্থীদের বৈধভাবে আবাসন ব্যবস্থা করার উদ্দেশ্যে এই অভিযান চালান বলে জানান প্রোভস্ট মোঃ আমির শরীফ। এই অভিযানে প্রোভস্ট মোঃ আমির শরীফ স্যারকে সহকারী প্রভোস্ট স্যাররা উপস্থিত থেকে সাহায্য করেছেন।
প্রোভস্ট মোঃ আমির শরীফ স্যার আরও জানান যে,অবৈধ আসনে থাকা শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে আসন ফাঁকা করে দেয়ার আল্টিমেটাম দেয়া হয়। তাছাড়াও অবৈধ আসনে দুজন শিক্ষার্থীর আগামীকাল পরিক্ষা থাকায় তাদের অতিরিক্ত সময় দেয়া হয়।
প্রোভস্টের অফিস কক্ষে সাংবাদিকরা উপস্থিত থাকা কালীন সময়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে দাবি জানিয়েছেন। এবং হলের মাসিক ফি ২৫০ টাকা যা অনান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি বলে তা কমানোর অনুরোধ জানান।
লোকপ্রশাসন বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী শুভ চৌধুরী বলেন, ” অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয় ফি বাবদ যে টাকা নেয় তা অতিরিক্ত। এবং সে তুলনায় হলের সুযোগ সুবিধা কম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হলের ডাইনিং-এ কোনো ভর্তুকি প্রদান করা হয় না। তাই ডাইনিং – এর খাবার মান খারাপ।”
হলের সামনে এখনো পড়ে রয়েছে ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার গাড়ি ও নেতাকর্মীদের মোটরসাইকেল।