
আহসান হাবীব নাহিদ, স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাদুল্লাপুরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণের উদ্ভোধন হয়েছে।

২৯শে অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ ফলতি পুষ্টি ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়,পীরগঞ্জ,রংপুরের বাস্তবায়নে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে এসএএও/শিক্ষক/ইমাম/এনজিও কর্মী এবং অন্যান্য ৩০ জনকে ২৯-৩১অক্টোবর পর্যন্ত
এই প্রশিক্ষণ দেয়া হবে।
(বারটান) আঞ্চলিক কার্যালয়,পীরগঞ্জ,রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে রাখেন সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম।
(বারটান) আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ,রংপুরের মাঠসহকারী ও হিসাব রক্ষক মোঃ দারুজ্জামান মিয়ার সঞ্চালনায় এবং (বারটান) আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ, রংপুরের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ নুরুন্নবী’র বাস্তবায়নে এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবুল আলম বসুনিয়া, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুর রব সরকার সহ বিভিন্ন ইউনিয়নের ব্লকসমূহের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ শিক্ষক/ইমাম/এনজিও কর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবন্দ।