
নাম মো: ফরিদুল ইসলাম, বয়স- ১৩ বছর। পিতা মো: নুরুল ইসলাম, মাতা- মোছা: ফরিদা বেগম, গ্রাম- তালুক সর্বানন্দ, পোস্ট ও ইউনিয়ন- বামনডাঙ্গা, উপজেলা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা। ফরিদুলের হতদরিদ্র বাবা রিক্সা চালক হওয়ার কারণে ছেলেকে ২য় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করায়।
ফরিদুল ইসলাম প্রায় ৭ মাস আগে বাড়ি থেকে হারিয়ে গেছে। সে কোথায় গেছে কিংবা তাকে কেউ কোথাও নিয়ে আটকে রেখেছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। ফরিদুল হারিয়ে যাওয়ার সময় থেকে বাবা রিক্সা চালক নুরুল ইসলাম ও মাতা ফরিদা বেগম আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজ করে কোথাও তার কোন সন্ধান পায়নি।
উল্লেখ্য, ফরিদুল ২/৩ বছর আগেও হারিয়ে গিয়েছিল। পরে তার পিতা নুরুল ইসলাম ঢাকায় রিক্সা চালানোর সময় তাকে খুঁজে পেয়েছিল। সেই সুবাদে এবারও ফরিদুলের পিতা নুরুল ইসলাম গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলা এমনকি ঢাকা জেলার বিভিন্ন এলাকায় খোঁজ করেও কোথাও না পেয়ে তারা সন্তানের জন্য দিশেহারা হয়ে পড়েছেন। ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার বিকেলে ফরিদুলের মা ফরিদা বেগম ছেলের সন্ধানে পাগলের মত হয়ে গাইবান্ধা প্রেসক্লাবে এসে কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে এসে এ তথ্য জানান। যদি কোন সহৃদয় ব্যক্তি ফরিদুল ইসলামের খোজ পেয়ে থাকেন তাহলে তার বাবা ০১৭০৫-৯৫৫৮৯০, ০১৬১৭৭৬৩১৫০ নম্বরে ফোন দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
