লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় দৈনিক সকালের বাণী পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ ১নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান খোকনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতীবান্ধা উপজেলা শাখার আমীর হাছেন আলী, হাতীবান্ধা প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন খান, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।