শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বেরোবির ফুটসালে প্রথমবারের মত চ্যাম্পিয়ন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ মুনতাসিম সরকার সৌরভ, বেরোবি প্রতিনিধি:

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

 মুনতাসিম সরকার সৌরভ, বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর  স্পোর্টস এসোসিয়েশন (BRUSA) কর্তৃক আয়োজিত ফুটসাল মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করে গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (MCJ)।

শুক্রবার (১ নভেম্বর, ২০২৪) ৪টার সময় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার প্রথম আর্ধে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান (২০২২-২৩ সেশন)গোল করে দলের মনবল বৃদ্ধি করে এবং একই সাথে বিরোধী দল দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগকে চাপের মধ্যে ঠেলে দেয়।কিন্তু প্রথমার্ধের শেষ মূহুর্তে এমসিজে বিভাগের ডি বক্সের ভিতরে বল হাতে লাগায় দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগ প্যানাল্টি উপহার পেয়ে যায়।প্যানাল্টির সুবাধে গোল করে দারুনভাবে সমতায় ফিরে দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগ।খেলার দ্বিতীয়ার্ধে পাল্টাপাল্টি আক্রমণেও গোল শূন্য থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। পরবর্তীতে খেলার ফলাফল নির্ধারিত হয় পেনাল্টিতে। পেনাল্টির মাধ্যমে ১-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরুষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান।

এ সময় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, “এমন একটি সুন্দর আয়োজন করার জন্যে ব্রুসা-কে ধন্যবাদ। দুই দলকেই অভিনন্দন জানাই দুই দলেই অন্যান্য দলগুলোর সাথে প্রতিযোগিতা করে ফাইনালে উঠেছে যেহেতু এক দলকে হারতেই হবে তাই হয়েছে।” বলে রার্নাস আপ দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগকে সান্ত্বনা দেন।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক সিদ্দিকুর রহমান জানান, “বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার চর্চা অব্যাহত থাকবে। আমরা উপাচার্য স্যারের কাছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনে অনুরোধ জানিয়েছি। আশা করি আগামীতে আমরা এ টুর্নামেন্টের অনুমোদন পাবো।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, ” এমন সুন্দর আয়োজনে জন্যে তোমাদের ধন্যবাদ। আমাদের মুঠো ফোনের আসক্তি ছেড়ে মাঠে আসতে হবে। আজকে এ অনুষ্ঠানে ভিসি স্যারের উপস্থিত থাকার কথা ছিলো কিন্তু জরুরি কাজের জন্যে স্যার উপস্থিত থাকতে পারেননি। স্যার আমার মাধ্যমে আপনাদের অভিনন্দন জানিয়েছেন।”

এ টুর্নামেন্টে সব ম্যাচে দক্ষতার সাথে গোলবার সামলানোর পরে ফাইনালের পেনাল্টিতে সব কয়টি গোল রক্ষা করে সেরা গোলরক্ষক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (২০২১-২২) সেশনের শিক্ষার্থী পারভেজ হাসান।এবং পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে বিভাগকে চ্যাম্পিয়ন করাতে অতুলনীয় অবদান রাখায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন একই বিভাগের (২০২২-২৩) সেশনের শিক্ষার্থী আরমান হোসেন খোকন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা ও মারপিটের অভিযোগ 

গোবিন্দগঞ্জে ডাকাতি মামলায় ৪ অভিযুক্তকে আটক

হয়রানির বিরুদ্ধে ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

দিনাজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠিত

পলাশবাড়ীতে ওয়ার্ড বিএনপির উদ্যোগে শান্তি,ঐক্য ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

চাটখিলে ছাত্র-জনতা সহ সকল হত্যার বিচারের দাবীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

দিনাজপুরে উত্তাল সনাতনী ধর্মাবলম্বীদের বিক্ষোভ ও ৪ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন এবং বিক্ষোভ র‌্যালী

পলাশবাড়ীতে দ্বায়িত্ব পালন কালে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা।

পবিপ্রবিতে আইটি কার্নিভাল-২০২৪ অনুষ্ঠিত