আশরাফুল ইসলাম গাইবান্ধা::
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান শির্পী এমপির সহকারী একান্ত সচিব (এপিএস) ও সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন কে গাইবান্ধার বালাসী ঘাট এলাকায় আটক করে স্থানীয় উৎসুক ছাত্র জনতা। আজ শুক্রবার রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় স্থানীয় ছাত্র জনতা তাঁকে আটক করে। পরে তাকে চড় থাপড় দিয়ে সদর থানা পুলিশের নিকট সোর্পদ করে।
আসীম কুমার জৈন নতুন বগুড়া ১ সোনাতলা সারিয়াকান্দি আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী এমপির রাজনৈতিক ভাবে কাছের মানুষ অন্যতম সহযোগী এবং সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ছাত্র হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার পলাতক আসামি। বগুড়া পুলিশ গ্রেফতার জন্য ব্যাপক তৎপরতা চালিয়ে ছিল। অবশেষে স্থানীয় ছাত্র জনতা গাইবান্ধা জেলার বালাসী ঘাটে আটক করে সদর থানার পুলিশের নিকট সোর্পদ করলে পুলিশ অসীম কুমার জৈন নতুনকে গ্রেফতার করে।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, আটককৃত অসীম কুমার জৈন নতুন তিনি বর্তমানে সদর থানায় আছেন। বগুড়া থেকে পুলিশ রওনা দিয়েছে। তারা এলে আসামিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।