গাইবান্ধা প্রতিনিধিঃ
জতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখা কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর রাতে গাইবান্ধা জেলা কমিটির সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটির সদস্য সাজাদুর রহমান সাজু এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মমিনুর রহমান
শাইন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব কাজী মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, অর্থ সচিব আবেদ আলী।
উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আহবায়ক কমিটির
সদস্য সালাহউদ্দিন কাশেম, আসাদুজ্জামান রুবেল, মারুফ হোসেন চৌধুরী, আমিরুল ইসলাম,
সাঘাটা উপজেলার আনসারুল্লাহ রেজওয়ান, হজরত আলী, গোবিন্দগঞ্জ উপজেলার সহ সভাপতি শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ সৌখিন, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক আবু তারেক, দপ্তর সম্পাদক জাফর ইকবাল রানা, প্রচার সম্পাদক খসরু মাহমুদ, সমাজ কল্যান সম্পাদক শহিদুল ইসলাম খোকন, আবদুল বাতেন লাবু, ওয়াজেদ আলী, আহাদ আহমেদ প্রমুখ।।
বক্তৃরা এসময় মরহুম আলতাফ হোসেনের কর্মময় জীবনের বিভিন্ন দিকে তুলে ধরে বক্তব্য রাখেন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।