গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার পৌর শহরের প্রধান পাড়ার দুলা মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলেন, রাসেল মিয়া বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ শহরের দিকে দ্রুত যাচ্ছিল। বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।