গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ কেমিস্ট্রিস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) গাইবান্ধা জেলা শাখার সাবেক সদস্য আলহাজ্ব সোলাইমান মিয়ার স্মরণে দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে স্থানীয় হোটেল আর রহমান মিলনায়তনে বিসিডিএস’র জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহামুদুন্নবী টিটুল।
সংগঠনের জেলা আহবায়ক শরিফুল কবির রনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক নুরুল আজাদ মন্ডল, ওষুধ ব্যবসায়ী তাজুল ইসলাম তাজু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাহামুদুন্নবী টিটুল বলেন, দেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় তিনি ওষুধ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোওয়া করা হয়।
অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলার বিসিডিএস এর সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।