
আশরাফুল ইসলাম গাইবান্ধা::
গাইবান্ধা সরকারি কলেজ এর আয়োজনে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার সকালে গাইবান্ধা সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন, গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আলমগীর হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আহসান হাবীব, পলাশবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রশীদ, ছাত্রদল কলেজ শাখার সভাপতি আশরাফুল কাইয়ুম সহ অন্যান্যরা।
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবিএম জিল্লুর রহমান, প্রভাষক জীবন কৃষ্ণ বর্মন, জান্নাতুল ফেরদৌস এবং আব্দুস সোবাহান টিপু। আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী টুর্নামেন্টে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ২-১ গোলে স্নাতক পাশ কোর্সকে পরাজিত করে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024