আশরাফুল ইসলাম গাইবান্ধা::
গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশফেকুর রহমান রিপন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সভাপতি মোশফেকুর রহমান রিপন কে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত করায় উত্তরবঙ্গের আঞ্চলিক কমিটির সম্মানিত আহবায়ক ও বগুড়া জেলা শ্রমকি ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হামিদ মিটুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপিসহ পলাশবাড়ী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং উত্তোর উত্তোর সাফল্য কামনা করেছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মোশফেকুর রহমান রিপন বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ ও পলাশবাড়ীস্থ গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞা জ্ঞাপন করেন।