শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জেলা ডিকেআইবি’র নির্বাচনের ফল বাতিল ও পুনঃতফসিলের দাবি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ৯, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি:
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি), গাইবান্ধা জেলা শাখার নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে ডিকেআইবি জেলা শাখার নির্বাচনে কারচুপির অভিযোগ এনে প্রার্থীরা এ দাবি করেন।
গত ২ নভেম্বর ডিকেআইবি’র গাইবান্ধা জেলা শাখার নির্বাচন স’ানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে জিয়াউল-ইদ্রিস ও মজিদ-মাহফুজ প্যানেল এবং স্বতন্ত্র হিসেবে সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক পদে আমিরুল ইসলাম সনেট অংশ নেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, জেলা ব্যালটের গোলাপি রংয়ের ব্যালট পেপার আব্দুল মজিদ মাহফুজ প্যানেলের সহ-সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. মিজানুর রহমান মিন্টুর মালিকানাধীন থ্রি-স্টার এন্টারপ্রাইজ প্রেসে ছাপানো হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিপক্ষ মজিদ-মাহফুজ প্যানেল অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়ে সেগুলো কৌশলে ভোট বাক্সে ফেলে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৩৭টি, কাস্টিং ভোট দেখানো হয় ৩১৪টি। অথচ গণনার সময় ব্যালট পাওয়া যায় ৩৪৭টি। ভোট গণনার সময় সাজেদুল ইসলাম মাজু উপসি’ত ছিলেন। সংবাদ সম্মেলনে ডিকেআইবি নেতৃবৃন্দ বলেন, পতিত আওয়ামী সরকারের দোসর আব্দুল মজিদ ও মাহফুজার রহমান অতিরিক্ত ব্যালট পেপার ঢুকিয়ে নির্বাচনী ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করে। নির্বাচনের দিন ভোট চলাকালীন সময়ে ফাঁকা ফলাফল শীটে এজেন্টদের স্বাক্ষর নিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোনগুলো সরিয়ে নেয়া হয়। ফলে এজেন্টরা সংশ্লিষ্ট প্রার্থীদের সাথে কোন ধরণের যোগাযোগ করতে পারেননি। প্রকৃতপক্ষে ভোটারের উপসি’তি ছিল আনুমানিক ২শ ৬০ জন। এছাড়া প্রতিপক্ষ ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার জন্য নানা ধরণের তালাবাহানা ও সময়ক্ষেপণ করে। পরে রাত গভীর হলে যোগসাজসের মাধ্যমে রিটার্নিং অফিসার জিয়াউর রহমান ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে ৩ নভেম্বর ভোটের ফলাফল প্রত্যাখান করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের কাছে ওই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় তফশীলের মাধ্যমে নতুন নির্বাচনের দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জিয়াউল হক, আব্দুর রাজ্জাক, ইদ্রিস আলী, আমিরুল ইসলাম সনেট, তানজিমুল হাসান, নয়ন মিয়া, আবু হাসান মানিক, নুর রব্বানী সবুজ, আরাফাত ইসলাম বেনজিন, তৌফিক ইমাম, আরেফিন হাসান চৌধুরী, মাহমুদুল হাসান রিয়ন।
এ বিষয়ে অভিযুক্ত মজিদ-মাহফুজ প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুল মজিদ অভিযোগ অস্বীকার করে বলেন, তারাই বগুড়া থেকে ব্যালট পেপার ছাপিয়ে এনে নির্বাচনের দিন পরিকল্পিতভাবে ভোট বাক্সে ব্যালট ফেলেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগ ঘরে ঘরে চাকরির পরিবর্তে মাদকসেবী ও সন্ত্রাসী উপহার দিয়েছে-চেয়ারম্যানের উপদেষ্টা 

হাবিপ্রবিতে ক্যাম্পাসে আসলেই ছাত্রলীগ নেতাদের জুতার মালা ঝুলিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা

পলাশবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

চাটখিলে অসামাজিক কর্মকান্ডে জড়িত নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ 

লগি-বৈঠার নির্মম আঘাতে জামায়াত-শিবির নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

গাইবান্ধায় খেলাফত মজলিসের কর্মী সমাবেশ

গাইবান্ধায় ছাত্র-ছাত্রীরা রঙ তুলিতে রাঙ্গিয়ে দিচ্ছে দেয়াল চিত্র।

গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাইবান্ধায় বিএনপির তিন সংগঠনের সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মসভা

মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু ভাইদের মন্দিরে সাহারার প্রয়োজন হবে কেন