আশরাফুল ইসলাম, গাইবান্ধা::
গাইবান্ধায় পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর । ৯ নভেম্বর শনিবার দুপুরে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্ব পৌর শহরের পুরাতন বাজার ও হকার্স মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় বাজারে কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে প্রায় ১০ কেজি পলিথিন উদ্ধার এবং প্রায় ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে পলিথিন ব্যবহার নিষেধসহ সকলকে সচেতনতা মূলক ভাবে সর্তক করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শেরআলম, ইযুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসান সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।