আশরাফুল ইসলাম গাইবান্ধা::
বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন এর যৌথ আয়োজনে পৌর শহরের স্বাধীনতা প্রাঙ্গণে ১১ নভেম্বর সোমবার থেকে ৭ দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু করা হয়েছে। ফিতা কেটে ও পায়ড়া উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
অতিরিক্ত জেলা প্রশাসক জহির ইমামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, চেম্বার অব কমার্সের পরিচালক তৌহিদুল ইসলাম মিলনসহ অন্যান্যরা। এ
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।মেলায় ২৯টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ বৃক্ষ মেলা।