গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা চত্তরে গাছের ডাল পালা কাটতে গিয়ে উপজেলা প্রশাসন নিয়োজিত শ্রমিক স্বপন চন্দ্র গুরুতর আহত হয়ে ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অর্থাভাবে চিকিৎসার অভাবে মারা গেছেন। নিহত স্বপন চন্দ্র বিশ্বাস পৌর শহরের ৬নং ওয়ার্ডের কুঠিবাড়ী শ্বসান এলাকার সুটকু বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী ও নিহতর পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর শনিবার দুপুরে উপজেলা চত্তরের গাছ পালা পরিস্কার করার জন্য উপজেলা প্রশাসনের লোকজন দিনমজুর হিসেবে উক্ত স্বপন কে দিন চুক্তি তে কাজের জন্য নেয়।
গাছ পালা পরিস্কার করার জন্য গাছে উঠলে সে গাছ ডালপালা কাটার এক পর্যায়ে পড়ে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা খারাপ হওয়ার তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ট করে।পরে তাকে টিএমএসএস হাসপাতালে ও পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে অপারেশনের পরামর্শ দেয়। অপারেশনের জন্য দেড় লক্ষ টাকা লাগবে বলে চিকিৎসকরা জানায়। সেই অর্থ যোগান দিতে না পারায় অবশেষে বুধবার হাসপাতাল থেকে বাড়ী নিয়ে আসার পথে সন্ধায় সে বিনা চিকিৎসায় মারা যায়।
এ বিষয়ে নিহত স্বপন চন্দ্র বিশ্বাস এর পরিবার জানায়, আমরা চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছিলাম কিন্তু ,কোন সহযোগিতাই পাই নি বিধায় আমরা গরীব হওয়ায় সুচিকিৎসার কোন ব্যবস্থা করতে পারে নি। যদি উপজেলা প্রশাসন সহ বিত্তশালী গন সাহায্যে এগিয়ে আসতো তাহলে হয়তো চেস্টা করা যেত বলে মনে করছেন ভুক্তভোগী পরিবার।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি নিহত হওয়ায় ৩ ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছে।।
আরো জানা গেছে, এলাকার লোকজনের আর্থিক সহায়তা নিহতের সৎকার করা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়ামিন সুলতানা সাংবাদিকদের জানান, আমরা স্বপন চন্দ্রের স্ত্রীর কাছ থেকে একটি আবেদন পেয়েছি, সেটি উপজেলা সমাজ সেবা অফিসারের কাছে পাঠিয়েছি।উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল আলম মন্ডল জুয়েল বলেন, আবেদন পেয়েছি, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে পরামর্শ করে সহযোগিতা করা হবে।