গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা ৪নং বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বরিশাল ইউনিয়নের ১,২,৩,৫ ও ৮ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়ন সাবদিন বাজারে বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েল সরকারের পরিচালনায় এ আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল । বিশেষ অতিথি হসিাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মিল্লাত সরকার মিলন,উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম, ফিরোজ কবির, আশরাফুল ইসলাম, সদস্য সচিব লিফেজ সরকার, সদস্য জাকিরুল মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হযরত আলী স্বপন,আরিফ হোসেন মুন্সি, সদস্য সচিব ইমরান হাসান,মৎস্যজীবী দলের সভাপতি শামিম আহম্মেদ,সাধারণ সম্পাদক হেলাল সরকার,১ নং কিশোরগাড়ী ইউনিয়ন আহবায়ক সানারুল, সদস্য সচিব সুমন মিয়া,মহদীপুর আহবায়ক লিখন মাষ্টার,সদস্য সচিব শাহজালালসহ অন্যান্যরা।