গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলার কামারদহ ইউপির চাঁপড়ীগঞ্জ ফাজিল মার্দ্রাসা মাঠে দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠানে গণভোজের আয়োজনে সর্বস্তরের মানুষের ঢল নামে।
কামারদহ ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও মানুষের জন্য দোয়া করা হয়।
এসময় সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা বিএনপি জিন্নাতুল ইসলাম কানুর সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জের কৃতি সন্তান রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুল ইসলাম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ২০১৮ সালের বিএনপির নমিনি ফারুক কবির আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন পাতা। কামারদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাইদুল ইসলামের আহ্বানে আরো বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম জুয়েল, কামারদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রশীদুল ইসলাম এরোম, কামারদহ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবুনাসের জুয়েল, উপজেলা মৎস্য জীবি দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খকন, কামারদহ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান, থানা যুবদলের সদস্য মেহেদী হাসান হিটলু, কামারদহ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মেদ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য আবু জিহাদ রণি, ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, থানা ছাত্র দলের সদস্য তানজিমুল ইসলাম তানজিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামারদহ ইউনিয়নের কৃতি সন্তান নাসিম, কামারদহ ইউনিয়ন ছাএ দলের সহসভাপতি মাহমুদ হাসান, সাধারণত সম্পাদক সিয়াম সহ ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের জেলা সভাপতি ইসমাইল হোসেন সিরাজী।
দোয়া শেষে লাইন ও সারিবদ্ধভাবে হাজার-হাজার মানুষ মাঠেই বসে পড়েন। পরে একযোগে তাদের মাঝে খাবার পরিবেশন শুরু হয়।