আহসান হাবীব নাহিদ ,স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাদুল্লাপুরে আব্দুল্লাহ হত্যার মূল হোতা পারভেজ ও তার দলের চাঁদাবাজ সদস্য শাকিল, আশরাফুল, নিশাদ, নাহিদ, আরিফুল, জিল্লু, বাবু, মঞ্জু সরকার, নুরনবী, ইয়াকুব, মাহিন, মনিরুল, আপেল, রব্বানী গাছু, সেলিম মাঝি সহ হত্যায় সম্পৃক্ত সকল আসামীর বিচার, আব্দুল্লার বাবার নিকট চাঁদা নিতে গিয়ে জনগণ কর্তৃক ধৃত সন্ত্রাসী আশরাফুল ও শাকিলকে পুলিশ কর্তৃক ছেড়ে দেওয়া ও আব্দুল্লাহ হত্যা মামলা না নিয়ে সন্ত্রাসী চাঁদাবাজদের মামলা রেকর্ড করার প্রতিবাদে এলাকাবাসী এবং ঘেগার বাজার বনিক সমিতির আয়োজনে ১৯শে নভেম্বর মঙ্গলবার উপজেলার ফরিদপুর ইউনিয়নের ঘেগার বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
এসময় বক্তব্য রাখেন ঘেগার বাজার বনিক সমিতি সভাপতি মোঃ আসাদ মন্ডল, ঘেগার বাজার বনিক সমিতির সহ-সভাপতি মোঃ আল- মামুন প্রধান, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ময়নুল ইসলাম, মোঃ তাহাদুল ইসলাম, মোঃ সজিব সরকার, মোঃ আবুল কালাম রাজা মাষ্টার, মোঃ ইলিয়াস হোসেন, মওলানা মুক্তি আনোয়ারুল ইসলাম সুইট সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এসময় বক্তারা সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তাজউদ্দিন খন্দকারের অপসারণ সহ সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান।