নিউজ ডেস্কঃ
সাদুল্লাপুর উপজেলা সংলগ্ন, সায়েস্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোস্তাফিজার রহমান লিপনের বিরুদ্ধে শিশু যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ঐ শিক্ষকের বিচার দাবী করে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবরে গত ১৭ নভেম্বর ঐ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান লিপনের বিচার দাবী করে অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র/ছাত্রী, অভিভাবক ও এলাকার সচেতন নাগরিক গত ১৯ নভেম্বর ঐ বিদ্যালয় মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অভিভাবক ও এলাকার সচেতন নাগরিকরা ঘটনার সঠিক তদন্ত করে, অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজার রহমান কে বরখাস্ত পূর্বক , তাঁকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
এ বিষয়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমিলি বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি অভিভাবকদের নিকট থেকে অবগত হই এবং শিক্ষক জিজ্ঞাসাবাদ করে জেনেঋি -ছাত্র/ছাত্রীদের অভিযোগ সত্য। এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাদেকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি। বিষয় টা আমরা তদন্ত করে দেখা হবে।