আহসান হাবীব নাহিদ ,স্টাফ রিপোর্টার :
বাহরাইন প্রবাসী ওমর ফারুক, যিনি ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার কামালপুর গ্রামের বাসিন্দা, তার জীবনে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। প্রবাসে থাকাকালীন তার স্ত্রী, দুই সন্তানকে রেখে অন্যের ঘরে চলে যায়। এরপর, মোবাইলে এক ভূয়া নারী ফেসবুক আইডির সাথে তার পরিচয় হয়, যা পরবর্তী সময়ে তার জীবনে একটি বড় ধাক্কা নিয়ে আসে।
ফেসবুক আইডিটি আসলে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইসবপুর গ্রামের রশিদ মিয়ার পুত্র, মাদ্রাসা ছাত্র হুযাইফা ওরফে সজিবের ছিল। সজিব নারী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে ওমর ফারুকের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং বিভিন্ন সময় তাকে নানা অজুহাতে প্রলোভন দেয়। এই প্রতারণার মাধ্যমে সজিব ১২ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।
ঘটনাটি বুঝতে পেরে, ২০ নভেম্বর ২০২৪ তারিখ বুধবার ওমর ফারুক একটি মাইক্রোবাসে সঙ্গীয় ছয় জনকে নিয়ে স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওছার মন্ডলের কাছে অভিযোগ নিয়ে আসেন। চেয়ারম্যানের কাছে সজিবের পরিচয় শনাক্ত করার পর, তাকে তার বাড়ি থেকে ডেকে এনে অফিসে মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু সারা দিন চেষ্টার পর মিমাংসা না হওয়ায়, চেয়ারম্যানের মাধ্যমে ভুক্তভোগী ও প্রতারককে সাদুল্লাপুর থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার বলেন, “প্রতারক এবং ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এ ঘটনার পর, এলাকার মানুষ এবং প্রবাসীরা এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সচেতনতা সৃষ্টি করার আহ্বান জানিয়েছে। প্রবাসীদের জন্য এটি একটি দুঃখজনক ঘটনা, প্রতারকরা প্রবাসীদের একাকী জীবনের দুর্বলতাকে ব্যবহার করে তাদের সাথে প্রতারণা করছে।