গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছেন। শপথ পাঠ করান সংস্থার সভাপতি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এ উপলড়্গে বুধবার সন্ধ্যায় সংস্থা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্ট বিপস্নবের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার সভাপতি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু ও সাধারণ সম্পাদক অ্যাড. একেএম আবু হানিফ বেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সাহিত্যিক সাংবাদিক অমিতাভ দাশ হিমুন। নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান জানান জেলা প্রশাসক। এসময় সংস্থার সকল সদস্য, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।