
মুনতাসিম সরকার সৌরভ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেরোবির একদল সেচ্ছাসেবী উদ্যোগে "ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
গত বুধবার (২০ নভেম্বর) ইয়ুথ এন্ডিং হাঙ্গার সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরে থাকা পলিথিন সহ অন্যান্য ময়লা পরিষ্কার করে।
এই ইভেন্টের মাধ্যমে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও কাম্পাসকে পরিবেশবান্ধব করার লক্ষ্যে কাজ করা হয় । ইভেন্টের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় । পাশাপাশি, উপস্থিত সকলে একত্রে বিশ্ববিদ্যালয়কে আরো সুন্দর ও পরিবেশবান্ধব করার লক্ষে কাজ করে।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোঃ আব্দুল্লাহ আল মাহবুব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলার সমন্বয়কারী নুসরত নওশীন, যুগ্ম সমন্বয়কারী হাসান আলী, প্রশিক্ষক বিষয়ক সম্পাদক মোঃ আশিকুর রহমান, সিনিয়র ইয়ুথ নাজমুস সাকিবসহ অন্যান্য ইয়ুথ লিডারগণ এবং পরিচ্ছন্নতাকর্মী।
আয়োজন শেষে মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, “পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। আজকের এই উদ্যোগ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন এবং সবুজ রাখতে সহায়ক হবে, পাশাপাশি এটি আমাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে। আমাদের উচিত শুধু আজকের দিনে নয়, প্রতিদিনই এই সচেতনতা বজায় রাখা। আমাদের সবাইকে একত্রিত হয়ে ক্যাম্পাস এবং আশেপাশের পরিবেশকে সুন্দর এবং স্বাস্থ্যকর রাখতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।”
ড. মো. ইলিয়াছ প্রামাণিক বলেন, “পরিবেশের সুরক্ষা শুধুমাত্র আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং আমাদের বর্তমান জীবনের মান বজায় রাখতে ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিতেও তা অত্যন্ত জরুরি। আজকের এই ইভেন্টটি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং আমরা আশা করি। এর মাধ্যমে আমাদের ক্যাম্পাস আরো পরিচ্ছন্ন ও সবুজ হয়ে উঠবে। এর পাশাপাশি, আমাদের সকলকে প্রতিদিনই পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে, যাতে ভবিষ্যতে আমরা একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ উপভোগ করতে পারি।”
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024