গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জাহিদুল ইসলাম এর পরিচালনায় শুক্রবার বিকেলে কলেজের প্রতিটি ডিপার্টমেন্টের প্রতিনিধিদের নিয়ে SKILL DEVELOPMENT PROGRAM এর আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গাইবান্ধা সরকারি কলেজ শাখা।
উক্ত প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মিজবাহুল করিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সম্মানিত সভাপতি ওমর সানি আকন্দ।
আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মোঃ ফেরদৌস সরকার রুম্মান সহ অন্যান্য সেক্রেটারিয়েট বৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় মিজবাহুল করিম বলেন, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আরো একটা আন্দোলন করতে হবে, যেটা হবে ক্লাসে উপস্থিতির আন্দোলন। কারণ বিভিন্ন জরিপে দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০% শিক্ষার্থীরাই ক্লাসে অনুপস্থিত থাকে। তাদেরকে ক্লাসে ফেরানো অত্যন্ত জরুরী এবং ক্যাম্পাসে কীভাবে ছাত্রশিবির কার্যক্রম সম্পন্ন করবে সেই সম্পর্কেও বেশ কিছু দিকনির্দেশনা প্রদান করেন।এছাড়াও তিনি ক্যারিয়ার গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।