শনিবার , ২৩ নভেম্বর ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য সেবা উন্নয়ন শীর্ষক সেমিনার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ২৩, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি:
‘মাতৃত্ব এবং নবজাতকের যত্নের জন্য স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ: প্রমাণ, চ্যালেঞ্জ এবং সমাধান’ শীর্ষক দু’দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশের মাধ্যমে বাস্তবায়িত ‘জননী’ প্রকল্পের মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সেবার উন্নয়নে পরিচালিত চারটি গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফল উপস্থাপন করতে এ সেমিনারের আয়োজন করা হয়।
বগুড়ার মম ইন হোটেলের সম্মেলন কক্ষে গত ২০ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিত সেমিনারে রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নৃতত্ত্ববিদ, গবেষক, উন্নয়ন সহযোগী এবং অন্যান্য অংশীদারগণ অংশগ্রহণ করেন। তারা মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সেবা শক্তিশালী করতে গবেষণার ফলাফল এবং তার কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। সেমিনারে ‘জননী’ প্রকল্পের কর্ম এলাকায় হওয়া চারটি গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
দুই দিনব্যাপী এই সেমিনারে বিশেষজ্ঞদের গবেষণা প্রবন্ধ উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং উন্মুক্ত মতামত প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা গবেষণার ফলাফলগুলোকে জাতীয় নীতি এবং স্থানীয় পর্যায়ে প্রয়োগের সাথে সংযুক্ত করার কৌশল নিয়ে আলোচনা করেন, যা মা এবং নবজাতকের জন্য একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে। সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্র থেকে দেখা যায়, গর্ভকালীন সেবা ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবার হার বাড়লেও সেবার গুণগত মানের দিক থেকে জাতীয় সূচকে রংপুর ও লালমনিরহাট জেলা এখনো অনেক পিছিয়ে। সেই সাথে রয়েছে প্রয়োজনের অতিরিক্ত সিজারিয়ান ডেলিভারী ও অদক্ষ ব্যক্তি দ্বারা ডেলিভারীর প্রবণতা, বাল্যবিবাহের প্রকোপ, মা ও নবজাতকের সেবা সম্পর্কে ব্যক্তি ও পরিবার পর্যায়ে অজ্ঞতাসহ কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবার নাজুক অবস্থা।
সেমিনারে আগত অতিথি ও বিভিন্ন সেশনে অংশগ্রহনকারী বক্তারা চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সেবার গুণগতমান বৃদ্ধি, সিজারিয়ান ডেলিভারী ও বাল্যবিবাহের হার কমিয়ে আনার লক্ষ্যে সমন্বিত কার্যক্রমের মাধ্যম স্বাস্থ্য সেবা শক্তিশালী করার সুপারিশ করেন। একই সাথে সরকারের ২০৩০ সালের মা ও শিশুর স্বাস্থ্য সূচকের যে লক্ষ্যমাত্রা সেগুলো ‘জননী’ প্রকল্পের মাধ্যমে ২০২৭ এর মধ্যে অর্জনের আশা ব্যক্ত করেন। সেমিনারে অন্যান্যদের মধ্যে সেশনে উপস্থিত থেকে আয়োজনটিকে সমৃদ্ধ করেছেন পরিচালক-স্থানীয় সরকার বিভাগ, রংপুর এবং পরিচালক-পরিবার পরিকল্পনা বিভাগ, রংপুর।
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের হেলথ অ্যান্ড নিউট্রিশন ডিরেক্টর ড. গোলাম মোদাব্বির সেমিনারের সভাপতিত্ব করেন। তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে সরকারি বিভাগ এবং উন্নয়ন সংস্থার মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদ্যমান ঘাটতিগুলো পূরণ এবং স্বাস্থ্যসেবার টেকসই মান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সেমিনারের শুরুতে ‘জননী’ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. উজ্জ্বল কুমার রায় প্রকল্প ও দুই দিনব্যাপী সেমিনারের উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাসে আটকে জবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার মারধর

ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থায় র্দুভোগে পলাশবাড়ীর কালীবাড়ী বাজারের ক্রেতা বিক্রেতা

গাইবান্ধায় ‘ঘাড়ের গামছা থুইয়া যাওরে’ অনুষ্ঠিত

পলাশবাড়ীতে ৩১ দফা তুলে ধরে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

মিঠাপুকুরে দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও শিক্ষার মানোন্নয়নে কর্মশালা

গোবিন্দগঞ্জে মহিলা কলেজে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

সাদুল্লাপুরের জামালপুরে বিএনপির শান্তি ঐক্য ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত।

২৪ ঘন্টায় ২৮৫ মি.মি বৃষ্টিপাত   রেকর্ড বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, চরম দুর্ভোগে মানুষ 

গাইবান্ধায় জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী 

পলাশবাড়ীতে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান