লালমনিরহাট প্রতিনিধিঃ
“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা শাখার ব্যবসায়ী বিভাগ।
আজ ২৩নভেম্বর (শনিবার) সকালে উপজেলার ডাকবাংলোয় প্রায় ১ হাজার ঔষধি, ফুল ও ফলদ বৃক্ষ ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা শাখার ব্যবসায়ী বিভাগের সভাপতি নূরুন্নবীর সভাপতিত্বে গাছের চারা বিতরণে উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলার আমীর প্রভাষক হাসেন আলী।
বিতরণ করা চারাগাছের মধ্যে রয়েছে জলপাই, আম, লটকন, কামিনী, কৃষ্ণচূড়া, জারুল, বাতাবি লেবুসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক আব্দুল মোত্তালেব এরশাদ , বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলার সেক্রেটারী রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলার শহর শাখার সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম, সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক শিবির সভাপতি আলম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা শহর শাখার ব্যবসায়ী বিভাগের সেক্রেটারী মেহেদী হাসান মানিক প্রমূখ।
এসময় অতিথিরা বলেন, বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষের পরিচর্যা করতে হবে। তাতে করে মানবজাতি ও প্রাণীকুলের বৃহত্তর কল্যাণ সাধিত হবে।
এছাড়াও ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ তথা বনায়নের বিকল্প নেই। গাছবিহীন পৃথিবী এক মুহূর্তও অসম্ভব। মানুষের যাপিত জীবনের সব কিছুiই গাছকে ঘিরে। তাই গাছ নিধন হলে গাছ শুধু একাই মরে না। মানুষসহ প্রায় সব প্রাণসত্তার জন্যই তা ঝুঁকি ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কমপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটায়। তাই বৃক্ষরোপন ও এর পরিচর্যা উভয়ই গুরুত্বপূর্ণ।