গাইবান্ধা প্রতিনিধি:
প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধা জেলা শাখার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে শনিবার স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান।
র্যালি শেষে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংস্থার সভাপতি প্রকৌশলী মো. ফরমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী জানে আলম সোহেল, সংস্থার জেলা সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা, কোষাধ্যক্ষ চমক কুমার, হাসানুল হক, সুকান্ত বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার জেলা দপ্তর সম্পাদক ফজলে রাব্বী।