আহসান হাবীব নাহিদ, স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাদুল্লাপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবীতে আমরণ অনশন কর্মসূচী পালন করছে বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদের কর্মরত সদস্যরা।
বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে ২৪ শে নভেম্বর রবিবার সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ কর্মসূচী উদযাপন করেন সাদুল্লাপুর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মরত নকল নবীশ কর্মরতরা।
এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি সবুজ মিয়া, সাধারণ সম্পাদক, জাকির হোসেন, উপদেষ্টা মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক,জয়নাল , প্রচার সম্পাদক মমিনুর রহমান।
বক্তারা বলেন দীর্ঘ ৩৭ দিন থেকে আমাদের আন্দোলন চলমান আছে। আজ কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে কাফনের কাপড় মাথায় নিয়ে আমরা কর্মবিরতি দিয়ে অনশন কর্মসূচি পালন করছি। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবোনা।