রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডল’র সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুজ্জামান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান, ফলছড়ি উপজেলা প্রকৌশলী অফিসার (অ.দা.) বাবলু মিয়া সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এরআগে, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৪ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।